আর্কাইভ  বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪ ● ২৮ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: বাদ যাচ্ছে সাড়ে ১২ বছরের কম বয়সী ২১১১ মুক্তিযোদ্ধার নাম       পঞ্চগড়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৫৬ বিজিবি কর্তৃক ৫ জন আটক       বাংলাদেশে জাপানি বিনিয়োগ অব্যাহত থাকার প্রতিশ্রুতি       ১৫ বছরের মরে যাওয়া শিপিং কার্যক্রমে গতি আনছে অন্তর্বর্তী সরকার: নৌ-পরিবহন সিনিয়র সচিব       মানবিকতাবোধহীন শিক্ষা দিয়ে কী লাভ ?      

 

রংপুর জেলা কৃষকদল এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:৫৬

মমিনুল ইসলাম রিপন রংপুর।।   জাতীয়তাবাদী কৃষকদল রংপুর জেলা শাখার আয়োজনে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল বুধবার নগরীর গ্রাউন্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে প্লেকাট, ফেষ্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শাপলা চত্ত্বরে সমাবেশ করে। এ সময় কৃষকদেরকে ইরি বোর ধানের চারা র বীজ বিতরন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল রংপুর জেলা শাখা আহবায়ক আনোয়ার শাহাদত এর সভাপতিত্বে ও সদস্য সচিব দিল মিরাজুল ইসলাম দুলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব  মোঃ আনিছুর রহমান লাকু। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী বেলাল, মমিনুল ইসলাম খান সজীব, সবুজ আহমেদ, মিজানুর রহমান, কাউনিয়া উপজেলা কৃষক দলের সভাপতি ফেরদৌস হাসান জনি, সাধারণ সম্পাদক ফাইজুল হাসান, বদরগঞ্জ উপজেলা কৃষকদরে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন, মিঠাপুকুর উপজেলা কৃষক দলের আহবায়ক শাহীন সর্দার, সদস্য সচিব এনামুল, পীরগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক আফজাল হোসেন, সদস্য সচিব আশরাফুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভা কৃষক দলের সদস্য সচিব মিলন মিয়া, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক শফি মাহমুদ, সদস্য সচিব বুলু আজাদ, গংগাচড়া উপজেলা কৃষকদলের আহবায়ক সবুজ আহম্মেদ, সদস্য সচি শহিদুল ইসলাম, হারাগাছ পৌরসভা কৃষক দলের আহবায়ক শাহিনুর রহমান রাজু, সদস্য সচি মাহমুদার রহমান লিটন সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুরে দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুর দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও নতুন মজুরি চুক্তি প্রকাশ করা হয়।  গতকাল সকালে নগরীর সুমি কামিউনিটি সেন্টারে সাধারণ সভায়  রংপুর দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম জোবেদের  পরিচালনায়  ও সংগঠনের সভাপতি বেলাল হোসেন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহবায়ক তৌহিদুর রহমান।  আরও বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন টিংকু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজু ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সহ-সভাপতি মফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রতন রায়, সাংগঠনিক সম্পাদক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বুলেট মিয়া, প্রচার সম্পাদক সুমন, কার্যকরী সদস্য বিজয় প্রমুখ।

রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির  চেক বিতরন
মমিনুল ইসলাম রিপন রংপুর।। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির রংপুর জেলা শাখার আয়োজনে শিক্ষাবৃত্তি, চিকিৎসা ও এককালীন অনুদানের চেক বিতরন করা হয়। গতকাল বুধবার রংপুর নগরীর গুপ্তপাড়া সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত চেক বিতরনে সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শাহাদত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক এর সঞ্চালনায় উপস্থিত  ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শাহাদত হোসেন, কোষাধক্ষ্য মোঃ সলিম উদ্দিন, যুগ্ম কোষাধক্ষ্য ইয়াকুব আলী , উপদেষ্টা অধ্যাপক শাহ আলম, কার্যকরি সদস্য শামছুক হক মঞ্জু, এ এফ রেজাউল করিম, এমদাদুল হক, নাজমুন নাহার প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied