আর্কাইভ  রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪ ● ৮ পৌষ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত       নীলফামারীতে একনায়কতান্ত্রিকভাবে কওমী মাদ্রাসা পরিচালনার প্রতিবাদে মানববন্ধন       নীলফামারীতে গণমাধ্যম সংস্কার বিষয়ক জনমত জরিপ শুরু হবে পহেলা জানুয়ারী       ফিরে দেখা ২০২৪: এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন!       বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী-মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন: দুদক চেয়ারম্যান      

 

রংপুর ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, দুপুর ০৩:২৬

রংপুর ।। রংপুর মেডিকেল কলেজের পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার সকাল ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের সামনে ডা. ফরহাদ আখতার, এফসিপিএস, পার্ট টু ট্রেইনি, মেডিসিন  বিভাগ এর নেতৃত্ব সারা দেশেব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের বেতন-ভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।   

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল রুহানি, এম এস নিউরোসার্জারি এবং ডা. মাহবুবুল হক, ডিপ্লোমা অ্যান্ড অ্যানেসথেসিয়াসহ রংপুর মেডিকেল কলেজ এর পোস্ট গ্রাজুয়েশন চিকিৎসকরা। 

কর্মসূচিতে চিকিৎসকরা দাবি পূরণ ও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান। 

বর্তমান জীবনযাত্রার মানোন্নয়নে পোস্টগ্রেজুয়েট ডাক্তারদের যৌক্তিক দাবি বর্তমান সরকার ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও বিভিন্ন সময় উপস্থাপন করা হলেও তা পূরণ করা হয়নি বলে জানানো হয়। 

‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’স্লোগানকে সামনে রেখে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান। 

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকের পোস্ট গ্রেজুয়েট চিকিৎসকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied