রংপুর ।। রংপুর মেডিকেল কলেজের পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকাল ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের সামনে ডা. ফরহাদ আখতার, এফসিপিএস, পার্ট টু ট্রেইনি, মেডিসিন বিভাগ এর নেতৃত্ব সারা দেশেব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের বেতন-ভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল রুহানি, এম এস নিউরোসার্জারি এবং ডা. মাহবুবুল হক, ডিপ্লোমা অ্যান্ড অ্যানেসথেসিয়াসহ রংপুর মেডিকেল কলেজ এর পোস্ট গ্রাজুয়েশন চিকিৎসকরা।
কর্মসূচিতে চিকিৎসকরা দাবি পূরণ ও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান।
বর্তমান জীবনযাত্রার মানোন্নয়নে পোস্টগ্রেজুয়েট ডাক্তারদের যৌক্তিক দাবি বর্তমান সরকার ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও বিভিন্ন সময় উপস্থাপন করা হলেও তা পূরণ করা হয়নি বলে জানানো হয়।
‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’স্লোগানকে সামনে রেখে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকের পোস্ট গ্রেজুয়েট চিকিৎসকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।