ক্রীড়া ডেস্ক ; বিপিএলের চলতি আসরে সবচেয়ে সফল দল রংপুর রাইডার্সের অনুশীলনে এসেছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদের ভাই আবু হোসেন।
রংপুর রাইডার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু হোসেনের রংপুর রাইডার্সের অনুশীলন ক্যাম্পে আসার ছবি শেয়ার করেছে। সেখানে দেখা যায়, রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে করমর্দন করছেন আবু হোসেন।
পরে তাকে রংপুর রাইডার্সের ক্যাপ উপহার দেওয়া হয়। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবু সাঈদের ভাই জানান, আবু সাঈদ ক্রিকেট খুব পছন্দ করতেন।
আবু সাঈদ জুলাই অভ্যুত্থানে পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেন। পুলিশ গুলি ছুড়লে নিহত হন তিনি। আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। তার বাড়ি পীরগঞ্জ।