পঞ্চগড় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া পঞ্চগড়ের রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসময় শুনানীতে সরকার পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল, সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন সহ ৪-৫ জন আইনজীবি উপস্থিত ছিলেন। অপরদিকে আসামী পক্ষের আইনজীবি মির্জা সারোয়ার হোসেন, আলী আসমান বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন। তবে এদিন সুজনের আইনজীবিরা জামিনের আবেদন করেননি। এছাড়া তিনি ১৬৪ ধারায় তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দেননি বলে জানা গেছে।
আসামী পক্ষের আইনজীবি মির্জা সারোয়ার হোসেন বলেন, আমরা আজকে (সোমবার) আদালতে কোন জামিনের আবেদন করিনি। জামিনের আবেদন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতে দেয়া হবে। সুজন সাহেব সুস্থ আছেন বলে আদালতকে জানিয়েছেন। আমরাও দেখেছি তিনি সুস্থ আছেন।
আদালত তার শারীরিক অবস্থা জানতে চাইলে আদালতকে তিনি জানিয়েছেন, সুস্থ আছেন। একই সাথে রাজনৈতিক প্রতিহিংসার হিশার হয়েছেন বলেও আদালতকে জানিয়েছেন। নুরুল ইসলাম সুজন বলেছেন এঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। আমি যেই লেভেলে আছি। যেই লেভেলে আমার অবস্থান। সেই লেভেলে আমি কোন ষড়যন্ত্র করলে সেটা হতে পারে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ব্যারিস্টার নওশাদ জমিরসহ বড়দের সাথে। কিন্তু একজন ইজিবাইক চালক তার সাথে আমার কোন বিরোধ নেই। শুধু রাজনৈতিক কারণে আমাকে এই মামলায় আনা হয়েছে।
"আমার সাথে এই মামলায় সাবেক পঞ্চগড়ের এত এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অনেককে আসামী করা হয়েছে। আমরা সবাই ষড়যন্ত্রের শিকার। শুধু আমি না আমাদের বিরুদ্ধে এইভাবে সারা দেশে ষড়যন্ত্রমুলক মামলা হচ্ছে। আমি সম্পূর্ণ নিদোর্ষ। যেহেতু আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত নই। আদালত যেন আমার জামিনের বিষয়টি বিবেচনা করেন বলেও আদালতকে জানান।"
সরকার পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল বলেন, বিগত দিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। আমরা বর্তমানে যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠায় এগিয়ে চলছি। আসামীর রিমান্ডের আগে ও পরে স্বাস্থ্য পরীক্ষার এখন ন্যায় বিচারের উদাহারণ। পুলিশ যাতে আসামীকে কোন টর্চার করতে না পারে বা টর্চার করে কোন ধরনের উৎকোচ গ্রহণ করতে না সে বিষয়টি ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম উদাহারণ। আজকে যেহেতু আসামী পক্ষ জামিনের আবেদন করেননি। সেহেতু আমরাও কোন বিরোধিতা করিনি। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এর আগে, গত বছরের (২০২৪) ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই মামলায় হাজির করা হলে বিচারক মো. আশরাফুজ্জামান সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর একই মামলায় চলতি বছরের ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে সাবেক এই রেলমন্ত্রীকে আদালতে তোলার পরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া। পরে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।