বিনোদন ডেস্ক ; বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমনি এবার হাজির হচ্ছেন নতুন রূপে। "ফেলুবক্সি" নামের এই ছবি পরিচালনা ও সৃষ্টি করেছেন দেবরাজ সিনহা। ছবির কেন্দ্রীয় চরিত্র লাবণ্য, যার উজ্জ্বল উপস্থিতি ও আত্মবিশ্বাস যে কোনও পরিবেশকে আলোকিত করে তোলে। লাবণ্যের বুদ্ধিমত্তা আর নম্রতার মিশ্রণ তাকে করে তোলে হৃদয়গ্রাহী।
২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। পরিমনির নতুন এই চরিত্রে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক অনন্য অভিজ্ঞতা।
প্রতীক্ষার আর কিছুদিন বাকি!