আর্কাইভ  শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪ ● ৩ কার্তিক ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আসিফ নজরুল       টাকমাথার লোকদের নিয়ে সংবর্ধনা       ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প       নীলফামারীতে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন       নীলফামারীতে প্লাষ্টিকের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা      

 width=
 

লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৬০

শনিবার, ১২ অক্টোবর ২০২৪, দুপুর ০২:৩৬

আন্তর্জাতিক ডেস্ক:  লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৬৮ জন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গতকাল শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হাসাসকে সমর্থন দিয়ে ইসরায়েরে মাঝে মাঝে হামলা করতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহ দমনে লেবাননে জোরালো অভিযান শুরু করেছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত এক বছরে বৈরুতে ইসরায়েলি হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ হাজার ৩৮০ জন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ৫৭টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে বৈরুতের উপশহর এবং বেক্কা ভ্যালিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। 

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের কারণে প্রায় ২ লাখ মানুষ এলাকাটি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সংবাদমাধ্যমগুলো বলছে, লেবাননের ১ হাজার ৩২টি আশ্রয়কেন্দ্রে অন্তত ৩৯ হাজার পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে ৮৩৭টি এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে।

মন্তব্য করুন


 

Link copied