নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের নামে গঠিত ফাউন্ডেশনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতিশ্রুত ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের মা–বাবার হাতে এ চেক হস্তান্তর করা হয়।
আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান এ চেক তুলে দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে যান। সেখানে তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি দেশের অসহায়, দুস্থ ও গরিব মানুষের সাহায্যার্থে গঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।