স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে। সোমবার(২০ জানুয়ারী) বিকালে শহরের নতুন বাজারে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েলের ব্যক্তিগত উদ্যোগে এসব কম্বল ও খাদ্য বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর শ্রমিকদলের আট নম্বর ওয়ার্ড সভাপতি মো. আনোয়ার হোসেন। বক্তৃতা দেন জেলা বিএনপির সহসভাপতি মো. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান কোকো, জেলা কৃষকদলের সভাপতি মগনি মাসুদুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, পৌর তাঁতীদলের সভাপতি শাহরিয়ার হোসেন হাবিল প্রমুখ।
এসময় সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান ও কুন্দপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম আছওয়ালী শাহ।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরিন ইসলাম চৌধুরীর নির্দেশে অসহায় দরিদ্র পাঁচশত জনের মাঝে একটি করে কম্বল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।