আর্কাইভ  মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪ ● ৭ কার্তিক ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: ডিমলায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ যুবক আটক       নাশতা না খেয়ে হৈচৈ করার কারণে চাকরি হারান ২৫২ এসআই       শুদ্ধাচার চর্চা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-নীলফামারীতে শুদ্ধাচার বিষয়ক কর্মশালা       বেরোবিতে পুলিশ ক্যাম্পের কার্যক্রম পুনরায় শুরু       উত্তরবঙ্গে ঘনিয়ে আসছে শীত; তাপমাত্রা ১৭.৮      

 width=
 

শুদ্ধাচার চর্চা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-নীলফামারীতে শুদ্ধাচার বিষয়ক কর্মশালা

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, দুপুর ০৩:৩৩

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক কর্মশালার সভাপতি নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন শুদ্ধাচার চর্চা ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।  ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সুফল পুরোপুরি পেতে হলে জাতীয় শুদ্ধাচার কৌশল যথাযথভাবে বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আমাদের একযোগে কাজ করতে হবে। এ ধরনের কর্মশালার মাধ্যমে সরকারি এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণের বিদ্যমান ধারনা এবং জ্ঞান আরো সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবির কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক-আল-মাসুদ, সনাক সভাপতি মো. আকতারুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো. আনিসুর রহমান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা উম্মে কুলসুম, টিআইবির কাস্টার কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহাসহ প্রমূখ। 

মন্তব্য করুন


 

Link copied