আর্কাইভ  রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪ ● ৮ পৌষ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত       নীলফামারীতে একনায়কতান্ত্রিকভাবে কওমী মাদ্রাসা পরিচালনার প্রতিবাদে মানববন্ধন       নীলফামারীতে গণমাধ্যম সংস্কার বিষয়ক জনমত জরিপ শুরু হবে পহেলা জানুয়ারী       ফিরে দেখা ২০২৪: এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন!       বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী-মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন: দুদক চেয়ারম্যান      

 

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, দুপুর ০২:২৯

নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার।

এর আগে, গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পরে ১২ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানানো হয়।

গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা,ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। অপর দুই জন হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে পৃথক মামলায় ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

মন্তব্য করুন


 

Link copied