আর্কাইভ  বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫ ● ২ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি       শীতের কষ্ট ভুলতে আমেজে মেতে থাকে তারা       ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার       পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক       সৃজিত-ঋতাভরী কেন আলোচনায়?      

 

শোকের মাসে নীলফামারীতে আওয়ামী লীগের শোক র‌্যালী

বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪, রাত ০৮:৪৩

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ শোকের মাস আগষ্টে নীলফামারী জেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের একটি শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এই র‌্যালীর মাধ্যমে শোকের মাসের কর্মসুচি শুরু করেছে স্থানীয় আওয়ামী লীগ।
বৃহস্পতিবার(১ আগষ্ট) শহরের চৌরঙ্গী মোড়ের দলীয় কার্যালয় থেকে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে শোক র‌্যালীর আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যালীতে নেতৃত্ব দেন নীলফামারী সদর আসনের একাধারের ৫ বারের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সহ সভাপতি হাফিজুর রশীদ প্রামানিক মঞ্জু, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার। 
এর আগে জেলা শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, শোকের মাসে ষড়যন্ত্রকারীরা দেশে নাশকতা সৃষ্টি করতে পারে। যা তারা শিক্ষার্থীদের আড়ালে গত জুলাই মাসে ঘটিয়েছে। শিক্ষার্থীদের ঢাল করে আবারও বিএনপি জামায়াত শিবির মাথা উচু করে দাড়ানোর চেষ্টা করেছে। চালিয়েছে নাশকতা, নষ্ট করেছে রাষ্টীয় সম্পদ। তাদের ব্যাপারে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি স্বাধীনতা বিরোধী ও নাশকতাকারী জামায়াত শিবির নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নীলফামারী জেলা আওয়ামীলীগ পরিবারের পক্ষে শুভেচ্ছা জানাই। 

মন্তব্য করুন


 

Link copied