আর্কাইভ  শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪ ● ৯ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: সনাতনীরা কোন নির্দিষ্ট দলের কিংবা রাজনৈতিক দলের সমর্থন করে না       ছাত্রলীগ টিকেটেই শত কোটির মালিক এই নেতারা: নেপথ্য কাহিনী       পলাতক স্বৈরাচাররা ’চট’ করে ফেরে না কখনও!       বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে- রেলপথ উপদেষ্টা       কোনো দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা নেই- জামায়াতের আমির      

 

সনাক-এর আয়োজনে রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ উদ্যাপন

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ০৭:৩৭

সংবাদ বিজ্ঞপ্তি: ২৮ সেপ্টেম্বর ২০২৪ (শনিবার), রংপুর: “নতুন বাংলাদেশ: চাই বাকস্বাধীনতা, চাই তথ্যে অবাধ অভিগম্যতা” প্রতিপাদ্যে টিআইবি এ বছর ‘‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’’ উদ্যাপন করছে। দিবস উদ্যাপন উপলক্ষে আজ সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, রংপুর-এর উদ্যোগে এক মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’’ উপলক্ষে আজ বিকাল ৪টায় রংপুর প্রেসক্লাব সম্মুখে এক মানববন্ধনের আয়োজন করা হয়। অত:পর রংপুর চেম্বার ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক এর প্রতিনিধি মো: রায়হান কবির এবং সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং দিবসের ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো: রায়হান কবির বলেন, নাগরিকদের জন্য তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এ আইনের প্রচারের ঘাটতি রয়েছে। অধীভূক্ত সকল সরকারি প্রতিষ্ঠানে নাগরিকরা তথ্য চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য দিতে বাধ্য এবং স্ব-প্রণোদিত তথ্য প্রকাশে গুরুত্ব প্রদান করেন। অনেক সচেতন নাগরিকও এ বিষয়ে ধারণার অভাব রয়েছে। ফলে ব্যাপক প্রচারণার প্রয়োজনীয়তা রয়েছে বলে এ বিষয়ে সকলের দায়িত্ব পালনের আহবান জানান। তিনি সনাক-টিআইবি রংপুর কর্তৃক তথ্য অধিকার আইন প্রচারণায় বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান। এ সময়, সনাক কর্তৃক রংপুর জেলার সরকারি ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক  প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপিত হয়। সনাক সভাপতি বলেন, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন এবং শিক্ষার করিকুলামে প্রয়োজনীয় আইনগুলো যুক্ত করা প্রস্তাবকে গুরুত্ব প্রদান করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সনাক সহ-সভাপতি নাফিসা সুলতানা,  ফখরুল আনাম বেঞ্জু, বেলাল হোসেন, রুমানা জামান প্রমুখ। সাবির্ক আয়োজনে বিভিন্ন পেশা-শ্রেনির নাগরিকবৃন্দ, তরুণ প্রতিনিধি প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সনাক ইয়েস, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও শ্রেণির প্রায় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন।সনাক রংপুরের সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম।

মন্তব্য করুন


 

Link copied