আর্কাইভ  রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪ ● ৮ পৌষ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: লোটাস কামাল জীবিত না মৃত!       হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালাট জারি, তাজুলের ডিগবাজি       তিস্তাপাড়ে বাড়ছে দীর্ঘশ্বাস       মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর?       সৃজিত-মিথিলার ডিভোর্সের গুঞ্জন কি তাহলে সত্যি?      

 

সন্তানের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলতে ১০টি অভ্যাস চর্চা করুন

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ০২:৫৮

রকমারি ডেস্ক: বাবা-মা সব সময় সন্তানের জন্য আদর্শের যায়গা। সামাজিক ও নৈতিকভাবে দায়িত্বশীল সন্তান গড়ে উঠে পিতা-মাতার তত্বাবধানে। পিতা-মাতার সাথে ভালো বন্ধন সন্তানের জন্য একটি ইতিবাচক দিক। সন্তানের সু-স্বাস্থ্য বৃদ্ধির জন্য পরিবেশ অত্যাবশ্যক। সন্তানের সাথে সু-সম্পর্ক বজায় রাখতে ১০টি কাজ নিয়মিত করুন।

১. প্রতিদিন একসাথে ১০ মিনিট গল্পের বই পড়ুন। যা আপনার সন্তানের মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।  আপনি তাদের কাছে প্রিয় হতে পারবেন।

২. একসাথে পেইন্টিং বা কারুকাজ করুন। সৃজনশীল ক্রিয়াকালাপগুলো মননশীলতাকে উন্নত করে। এতে নিজেদের শৈল্পিকভাবে প্রকাশ করার একটি উপভোগ্য সময় কাটাতে পারবেন।

৩. রুটিন অনুযায়ী নিয়মিত ঘুমাতে যান এবং রাতে ঘুমানোর আগে সন্তানের সাথে খোশগল্প করুন ।

৪. নিজের কাজে সন্তানদেরকে সাহায্যকারী বানান। থালা-বাসন ধোয়া অথবা গাছে পানি দেওয়ার মতো কাজগুলোতে তাদের যুক্ত করুন। যার মাধ্যমে তাদেরকে দায়িত্বশীলতা শিখাতে সাহায্য করবে।

৫. ডান্স পার্টি। মাঝেমধ্যে সন্তানদের সাথে ডান্স পার্টি দেওয়ার মাধ্যমে তাদের সাথে আনন্দময় সময় উপভোগ করুন। নিজের প্রিয় গান বাজিয়ে একসাথে স্মৃতি তৈরি করুণ।

৬. একটি আরামদায়ক যায়গায় একসাথে বসে গল্প করুন এবং একসাথে গানের সুর তুলুন। যা আপনাকে একটি সুন্দর মুহুর্ত উপহার দিবে।

৭. মাঝেমধ্যে পরিবারের সকল সদস্য একসাথে মিলিত হোন এবং প্রতিবেশির সাথে সামাজিক কাজ গুলোতে যুক্ত হোন। যার মাধ্যমে প্রতিবেশির সাথে ভালো সম্পর্ক তৈরি হবে।

৮.পুরনো ছবিগুলো একসাথে দেখুন, যার ফলে পুরনো স্মৃতি শেয়ার করতে পারবেন। পরিবারের নতুন সদস্যরা পরিবারের ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং আপনাদের সম্পর্ম্ক গুলো শক্তিশালী হবে।

৯. আপনার সন্তানের সাথে আনন্দদায়ক এবং অনুপ্রেরনামূলক সিনেমা দেখুন। এবং মজাদার সিনেমাগুলোর থিম নিয়ে পরে আলোচনা করুণ। যা আপনাদের সংযোগ আরো গভীর করবে।

১০. মাঝেমধ্যে সন্তানদের উপহার দিন। তাতে আপনার সন্তান আপনার প্রতি আরো আন্তরিক হবে এবং সন্তানের সাথে বন্ধন বাড়বে।

মন্তব্য করুন


 

Link copied