আর্কাইভ  সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪ ● ১১ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: উত্তরে হঠাৎ তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি       হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠায়নি       আবু সাঈদকে নিয়ে শেখ হাসিনার দাবি কতটুকু সত্য       বেগম রোকেয়াকে কি প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো হচ্ছে?       রংপুরের মাহিন বেঁচে নেই জানেন না মা, বাবা ছুটেছেন ঢাকা      

 

সারজিস ও হাসনাতের রংপুর আগমনকে ঘিরে উত্তেজনা,  জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল 

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, রাত ০৮:৫০

মমিনুল ইসলাম রিপন,  রংপুর:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে জাতীয় পার্টি অবাঞ্ছিত ঘোষণার পর পুলিশ প্রধানের সাথে তাদের রংপুর আগমনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে নগরীর ৩৩টি ওয়ার্ড এবং অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা আলোচনা করেন।

এতে দলের চেয়ারম্যানের নিদের্শনা অনুযায়ী আপাতত নৈরাজ্য সৃষ্টি হয় এমন কর্মসূচী থেকে সরে দাঁড়িয়ে সারজিস ও হাসনাতের রংপুর আগমনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করবে জাতীয় পার্টি বলে জানানো হয়। 


মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমি দলের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। প্রেসিডেন্ট ইস্যুতে দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় কোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি যেন না হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। আমরা গঠনমূলক আন্দোলন করতে থাকবো। আশা করছি যে কোন ঘটনা ফেস করার মত শক্তি ও সক্ষমতা জাতীয় পার্টির রয়েছে। সভা শেষে জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। 


উল্লেখ্য, শনিবার পুলিশ প্রধানের সাথে সফর সঙ্গী হিসেবে সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ’র রংপুরে আসার কথা রয়েছে।

মন্তব্য করুন


 

Link copied