আর্কাইভ  শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪ ● ১ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: বিদেশি হস্তক্ষেপে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল : আইন উপদেষ্টা       রংপুর রাইডার্সের জার্সিতে ফুটে উঠলো জুলাই অভ্যুত্থান       শুক্রবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল       রংপুর রাইডার্সের লক্ষ্য ফাইনাল খেলা: ব্যাটিং কোচ আশরাফুল       শেখ কামাল স্টেডিয়ামের নাম বদলে হলো আবরার ফাহাদ      

 

সিঙ্গেল? আজকের দিনটি তাহলে আপনার!

সোমবার, ১১ নভেম্বর ২০২৪, দুপুর ০৪:৩০

নিউজ ডেস্ক:  ১৯৯০-এর দশকে একা থাকা মানুষদের জন্য প্রথম ‘সিঙ্গেল ডে ’উদযাপন করা হয়। ১১ নভেম্বর এমন তারিখ যেখানে ৪টি এক আছে। তাই মনে করা হয় তারিখটি ৪টি একক ব্যক্তির প্রতিনিধিত্ব করে। এজন্যই দিনটিকে সিঙ্গেল ডে হিসেবে প্রচলন করেন নানজিং বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী।

 সবার জীবনে প্রেম আসেনা  তাই জন্যে সিঙ্গেল থাকার কারণে অনেকে প্রায়ই মন খারাপ করেন। তারা একে নেতিবাচক বিষয় হিসেবে বিবেচনা করেন। তবে একা থাকার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের প্রতি মনোনিবেশ করতে পারা। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজে পর্যাপ্ত সময় দেওয়া যায়। এই দিবসের রীতি হিসেবে চীনের অবিবাহিত বা সিঙ্গেল তরুণ তরুণীরা এদিন নিজেই নিজের জন্য উপহার কেনেন।  
 এই ছুটির দিনে চীনের অনেক মানুষ আত্মীয়ের সঙ্গে দেখা করেন, শপিং করেন, ঘুরে বেড়ান। শুধু কী তাই, চীনের সবচেয়ে জনপ্রিয় কেনাকাটার দিনগুলোর একটি হয়ে উঠেছে সিঙ্গেল ডে।তবে দিবসটি এখন শুধু চীনে সীমাবদ্ধ নেই, দিবসটি এখন সারাবিশ্বেই বেশ ঘটা করেই পালিত হচ্ছে।

যারা ভালোবাসা দিবসে ঘরবন্দি থেকে আর বন্ধুদের কাপল ছবিতে রি-অ্যাক্ট দিয়ে কাটিয়েছেন তারা বেরিয়ে পড়ুন। আপনার এই একাকী থাকার সময়গুলোকে উদযাপন করুন। তাই, যারা সিঙ্গেল আছেন, তারাও আজকের দিনটি নিজের মতো করে প্রাণভরে উপভোগ করতে পারেন। 

মন্তব্য করুন


 

Link copied