স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত সেলিম ফাউন্ডেশন ইনক্ এর উদ্যোগে নীলফামারী ও রংপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার(১৩ জানুয়ারী) দুপুরে নীলফামারী সদরের অঙ্কুর সীড এন্ড হিমাগার, রংপুরের মিঠাপুকুরে অঙ্কুর স্পেশালাইডড ক্লোড স্টোরেজ এবং তারাগঞ্জের ব্লিং লেদার প্রোডাক্টস্ লিঃ মাঠে অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে ছয় শতাধিক কম্বল বিতরণ করেন প্রতিষ্ঠানের পরিচালক চেয়ারম্যান ও এমডি হাসানুজ্জামান হাসান।
এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনোয়ার হোসেন সুমন, ব্লিং লেদার প্রোডাক্টস্ লিঃ এর জিএম খালিদ আহসান, হেড অফ ফিনান্স মারুফ চৌধুরী, এইচ আর এন্ড অ্যাডমিন ম্যানেজার আব্দুল্লাহ আল ফারুক, নীলফামারী অঙ্কুর সীড এন্ড হিমাগারের ম্যানেজিং জিরেক্টর ফারুক প্রামানিক ও ম্যানেজার হায়দার রহমান প্রমুখ।
কম্বল বিতরনের সময় হাসানুজ্জামান বলেন, প্রতিবছর উত্তরবঙ্গের মানুষ শীতের সময় অনেক কষ্টে জীবন যাপন করেন। তাই তাদের কষ্ট দূর করতে আমাদের এই শীতবস্ত্র বিতরণ। তিনি আরও বলেন, নিউউয়র্কে আমার বড় ভাইয়ের নামে “সেলিম ফাউন্ডেশন ইনক” একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালু করেছি। যা পরিচালনা করছে আমার জ্যেষ্ঠ কন্যা নাওয়াল হাসান। বাংলাদেশেও খুব শীঘ্রই “সেলিম ফাউন্ডেশন ইনক” এর কার্যক্রম শুরু করা হবে। জনগণের সাহায্যের জন্য এই সংগঠন সব সময় পাশে থাকবে।
উল্লেখ যে, ২০২৩ সালের ২৩ জানুয়ারী নিউইয়র্কে ইন্তেকাল করেন নীলফামারী ও রংপুর এর অঙ্কুর সীড এন্ড হিমাগার, অঙ্কুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ এবং ব্লিং লেদার প্রোডাক্টস লিঃ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম।