স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার ব্যস্ততম ব্যবসা বানিজ্যের শহর সৈয়দপুরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার(২ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
বেলা ১২টায় সৈয়দপুর শহরের পাঁচমাথা ট্রাফিক পুলিশ মোড় থেকে ওই অভিযান শুরু করা হয়। এরপর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ তুলশীরাম সড়ক (দিনাজপুর রোড) ও শহীদ সামসুল হক সড়কে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই সব সড়কের দুই পাশে থাকা দোকানপাটের মালিক কর্তৃক অবৈধভাবে দোকানের সামনের অংশে এবং ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়ে দেয়া হয়। সেই সঙ্গে তাদের (ব্যবসায়ী) অবৈধভাবে দখলকৃত দোকানের সামনে অংশ ছেড়ে দিতে ও ফুটপাতে মালামাল না রাখতে সর্তক করা হয়েছে।
অভিযানকালে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওয়হিদুন্নবী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. মাহফুজার আলম ও জাকির হোসেন, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, বাবুল হোসেন সরকার, সৈয়দপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, বিএনপির অন্যতম নেতা শওকত হায়াৎ শাহ, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, পৌর জামায়াতে সভাপতি মো. শরফুদ্দিন খান, ব্যবসায়ী নেতা সহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকী জানান, শহরের ভয়াবহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে তাদের এই অভিযান অব্যাহতভাবে চলবে। এ জন্য আমরা এর আগে সৈয়দপুর শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করাসহ দিনের বেলা ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যা রবিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।