আর্কাইভ  রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪ ● ৮ পৌষ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত       নীলফামারীতে একনায়কতান্ত্রিকভাবে কওমী মাদ্রাসা পরিচালনার প্রতিবাদে মানববন্ধন       নীলফামারীতে গণমাধ্যম সংস্কার বিষয়ক জনমত জরিপ শুরু হবে পহেলা জানুয়ারী       ফিরে দেখা ২০২৪: এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন!       বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী-মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন: দুদক চেয়ারম্যান      

 

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালাট জারি, তাজুলের ডিগবাজি

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, দুপুর ০৪:৪৪

নিউজ ডেস্ক :  আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 

রোরবার (২২ ডিসেম্বর) একুশে টেলিভিশনের প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। 

পরবর্তীতে তা একুশে টেলিভিশনে প্রচারের পর সারাদেশের গণমাধ্যমগুলো এই খবর প্রচারিক করে। তবে রোববার দুপুরে বেলা সোয়া ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম একুশে টেলিভিশনে দেয়া তার বক্তব্যের উল্টোসুরে কথা বলেন। 

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে কোনো তথ্য প্রসিকিউশন দলের কাছে নেই। এই তথ্য থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তরে।

তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য।

তিনি আরও  বলেন, ট্রাইব্যুনালে অনেকের বিরুদ্ধেই অভিযোগ এসেছে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত অগ্রাধিকারভিত্তিতে হচ্ছে। তদন্ত প্রতিবেদন এসে পৌঁছালে বিচার শুরু হবে।

এদিকে, বেলা ১টা ৩৫ মিনিটেও ইন্টারপোলের ওয়েবসাইটে প্রবেশ করে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখা এনসিবিতে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি করতে আবেদন করে ট্রাইব্যুনাল।

মন্তব্য করুন


 

Link copied