আর্কাইভ  শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪ ● ৭ পৌষ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: গাছে ঝুলে ছিলো দুই সন্তানের জননী গৃহবধুর মরদেহ       সৈয়দপুরে আটশত সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল ও খাদ্য বিতরন       নীলফামারীতে শীতের রাতে প্ল্যাটফর্মে শুয়ে থাকা ছিন্নমুল শীতার্তদের কম্বল দিলেন ডিসি       নীলফামারীতে পৌর বিএনপির ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত       ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি      

 

হাসিনার মত আসাদের বাবার ভাস্কর্য ভেঙে ফেলে বিদ্রোহীরা

রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৪১

নিউজ ডেস্ক:  ব্যক্তিগত প্লেনে করে আজ রবিবার দামেস্ক ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর থেকে তার খোঁজ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্য দিয়ে, সিরিয়ায় আল-আসাদ পরিবারের প্রায় ৫৪ বছরের ক্ষমতার পতন হলো।

এ ঘটনার আগে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, আল্লাহু আকবার বলতে বলতে বিশেষ যন্ত্রের মাধ্যমে বাশারের বাবা হাফিজ আল-আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিদ্রোহীরা। পরে সেটি ট্রাকে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে পালানোর মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেন উত্তেজিত জনতা। 

জানা গেছে, আজ রবিবার সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ এবং দামেস্কে প্রবেশের ঘোষণা দেয় বিদ্রোহীরা। বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত প্লেনে করে পালিয়ে যান আসাদ। তবে তিনি কোথায় গেছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার গৃহযুদ্ধের পর স্বৈরশাসক আসাদমুক্ত হল দেশটি। দেশের অভ্যন্তরের সংঘাত নিরসনে দীর্ঘ সময় আসাদের পাশে ছিলো রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্ররা। তবে শেষ মুহূর্তে মিত্রদের কোনো ভূমিকা দেখা যায়নি।

বাশার আল-আসাদের পালানোর খবরে দামেস্কের রাস্তায় উদযাপন দেখা যায়। বিদ্রোহীরা বলছে, সিরিয়ায় আসাদ শাসনের অবসান দেশটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

মন্তব্য করুন


 

Link copied