শামীম ওসমানও গুলি ছুড়েছেন, বৈধ অস্ত্র জমা দেননি
নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন সময় (১৭ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হামলায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা–কর্মী। তখন প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, শামীমের বড় ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান, শামীমের শ্যালক তানভীর আহমেদ ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামকে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, নারায়ণগঞ্জে যেসব অস্ত্রধারীদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের মধ্যে শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, শামীমের শ্যালক তানভীর আহমেদ এবং শামীমের ঘনিষ্ঠ শাহ নিজামের অস্ত্রের লাইসেন্স রয়েছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৪ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের কেউই বৈধ অস্ত্র জমা দেননি।