আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪ ● ৫ পৌষ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ       আমাদের আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না: রংপুরে চরমোনাই পীর       নীলফামারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ইপিজেডের নারী কর্মী সহ ২ জন নিহত       নীলফামারীতে প্রশস্তকরণ কাজে জমি অধিগ্রহনের চেক বিতরণ       নীলফামারীতে সেরা তিন রেমিটেন্স যোদ্ধাকে সন্মাননা প্রদান      

 

১ যুগ পেরিয়ে ১৩তম বর্ষে পদার্পণ “ উত্তর বাংলা ডটকম “

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, রাত ০২:২৪

উত্তর বাংলা ডেস্ক:  এক যুগে পা রেখেছে  উত্তর বঙ্গের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল উত্তর বাংলা ডটকম । তিল তিল করে গরে উঠা উত্তর বাংলা আজ ১২ পেরিয়ে ১৩ তে পদার্পণ করলো। বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর ) সন্ধ্যায়  রংপুর শহরে সালেক পাম্প সংলগ্ন কার্যালয় প্রাঙ্গণে কেক কাটেন উত্তর বাংলা ‘র প্রকাশক মুরাদ মাহমুদ ও  সম্পাদক: ড. শাশ্বত ভট্টাচার্য।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার উত্তর বাংলা ডটকম এর সম্পাদক সম্পাদক: ড. শাশ্বত ভট্টাচার্য ও উত্তর বাংলা পরিবারের সদস্যরা কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন ।

শুভেচ্ছা বক্তব্যে উত্তর বাংলা ডটকমে এর প্রকাশক মুরাদ মাহমুদ বলেন, ১২ বছর পেরিয়ে ১৩ তে পা রাখার জন্য আমি উত্তর বাংলা পরিবারের পুরো টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উত্তর বঙ্গের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় এ নিউজ পোর্টাল আরও ভালো করুক, সেই প্রত্যাশাই করছি।

জেষ্ঠ প্রতিবেদক মমিনুল ইসলাম রিপন বলেন, উত্তর বঙ্গের মানুষের কাছে উত্তর বাংলা ডটকমের যে সাফল্য, আশা করি তা ধরে রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা পালন করবে। আজকে স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের ইতিহাস তুলে ধরবে সেই প্রত্যাশাই করছি।

সিনিয়র সাউন্ড ইন্জিনিয়ার ফরহাদ হোসেন বলেন,উত্তর বাংলা ডটকম  এক যুগে পদার্পণ করছে। উত্তর বঙ্গের মানুষের সঙ্গে উত্তর বাংলা ডটকম প্রতিদিনই আছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগা। উত্তর বাংলা ডটকমের প্রতি শুভ কামনা সবসময়।

প্রতিনিধি নিশাত বলেন, রংপুর অঞ্চলের একটি প্রিয় নিউজ পোর্টালের নাম উত্তর বাংলা ডটকম । আমার কাছেও সবচেয়ে প্রিয় অনলাইন । আমি মনে করি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ প্রশ্নে এ অনলাইন পোর্টাল কোনো আপস করবে না।

আইটি সেক্টর, ভিডিও , গ্রাফিক্স ও স্টুডিও টিম  বলেন, অল্প সময়ে উত্তর বঙ্গের মধ্যে  ৫ কোটি মানুষের হৃদয় জয় করেছে উত্তর বাংলা ডটকম । উত্তর বঙ্গের রাজনীতি, সংস্কৃতি, খেলাধূলা, ব্যবসায়ীসহ সব সেক্টরকে একই বন্ধনে আবদ্ধ করেছে  রংপুরের জনপ্রিয় এ অনলাইন পোর্টাল ।

শাহরিয়ার পাভেজ বলেন, মানুষের প্রত্যাশার চেয়েও বেশি অবদান রাখছে উত্তর বাংলা ডটকম । বাঙালির জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের প্রশ্নে উত্তর বাংলা ডটকম  অবিচল থেকেছে।

এ. আর সুমন বলেন,  উত্তর বাংলা আমার সবচেয়ে প্রিয় অনলাইন পোর্টাল । সকালে ঘুম থেকে উঠে যদি মোবাইলে উত্তর বাংলা ডটকমের নোফিকেশন না দেখি তাহলে অস্থির লাগে। শুধু আমিই নই, সব শ্রেণি পেশার মানুষ  উত্তর বাংলা পড়েন এবং ভিডিও প্রতিবেদন দেখেন। 


কামরুল ইসলাম বলেন, উত্তর বাংলা ডটকম উত্তর বঙ্গের কোটি কোটি মানুষের হৃদয় জয় করে আলোড়িত করেছে।  এটা একটা ইতিহাস।

তানভীর/ উত্তর বাংলা

মন্তব্য করুন


 

Link copied