আর্কাইভ  শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫ ● ২৭ পৌষ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ , সাংবাদিকসহ আহত ৪       শাড়ির সঙ্গে কেমন শীত পোশাক পরবেন       লস অ্যাঞ্জেলসে দাবানল আগুনে ভষ্মিভূত হলিউড হিলস       ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে’- বরিশালকে হারিয়ে রংপুর       মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল      

 

‘আমার মতো পরিণতি হয়েছে সাকিবের’

বুধবার, ৮ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:০৪

ক্রীড়া ডেস্ক ; আমার মতো পরিণতি হয়েছে সাকিব আল হাসানের বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেটের ধূমকেতুখ্যাত সাঈদ আজমল। বুধবার (৮ জানুয়ারি) দেশের শীর্ষ একটি অনলাইন পোর্টালে দেয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি। 

সাকিবের বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা বিষয়ে ওিই সাক্ষাতকারে সাঈদ আজমল বলেন, এটা অবশ্যই ন্যায়সঙ্গত কিছু না। আমার মতো ঠিক একই জিনিস সাকিব আল হাসানের সঙ্গে হয়েছে। সাকিবকে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৭ বছর ক্রিকেট খেলার পরে ইংলিশ ক্রিকেট তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে। কারও প্রশ্ন তোলার থাকলে শুরুতেই তোলা উচিত। এত বছরের পরীক্ষিত একজন খেলোয়াড়কে এভাবে নিষেধাজ্ঞা দেওয়া অন্যায়।

সাকিব প্রসঙ্গে তিনি আরও বলেন, সাকিব আমার ভালো বন্ধু। আমরা একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলেছি। প্রায় ৫ থেকে ৬ বছর আমরা একসঙ্গে খেলেছি। 

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে টন্টনে সামারসেটের বিপক্ষে একটি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বল করেন সাকিব। ৯ উইকেট নেওয়া সেই ম্যাচের দুই আম্পায়ার স্টিভ ও'শনেসি ও ডেভিড মিল্নস তার অ্যাকশন সন্দেহ করে রিপোর্ট জমা দেন। প্রক্রিয়া অনুযায়ী চলতি মাসে ইংল্যান্ডে গিয়ে লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দেন এই তারকা। কিন্তু পরীক্ষায় উতরাতে পারেননি তিনি।

ইসিবির অধীনে দেওয়া সেই পরীক্ষার ফলাফলের স্বীকৃতি দিয়েছে আইসিসিও। ফলে বোলিংয়ে ফিরতে হলে আইসিসি অধীনে স্বীকৃত কোন পরীক্ষাগারে পুনরায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সাকিবকে। সেই পরীক্ষায় তার বোলিং অ্যাকশনে ত্রুটিহীন প্রমাণিত হলেই কেবল আন্তর্জাতিক ও দেশের বাইরের টুর্নামেন্টে বোলিং করতে পারবেন তিনি। তবে সব পর্যায়ের ক্রিকেটে ব্যাটার হিসেবে খেলতে পারবেন সাকিব।

আইসিসির বোলিং অ্যাকশন বিধির ১১.৩ ধারা অনুযায়ী, কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন কোন ক্রিকেটারের বোলিং অ্যাকশনে ক্রুটি পেয়ে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করলে এবং আইসিসি ওই নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক নোটিশ পেলে তা স্বয়ংক্রিয়ভাবে আইসিসির স্বীকৃতি পায়। অর্থাৎ আইসিসি ও অন্যান্য বোর্ডের টুর্নামেন্টে বলবৎ হয় সেই নিষেধাজ্ঞা।

মন্তব্য করুন


 

Link copied