আর্কাইভ  বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫ ● ৯ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাজারহাটে মহাসমাবেশ অনুষ্ঠিত       যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার       রাতের ভোটে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু       সাংবাদিক দম্পতি শাকিল–ফারজানার জামিন স্থগিত       তীব্র শীত ও ঠান্ডায় কাবু কুড়িগ্রামের মানুষ      

 

‘শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে’

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:৫৮

নিউজ ডেস্ক :  ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলে সেটি প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনসহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি কতদূর?- জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, ‘আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। এর পর ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তবে সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি, তার সুস্পষ্ট লঙ্ঘন হবে। এ বিষয়ে আমরা বিশ্বসমাজে কী পদক্ষেপ নেব, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমাদের যা যা করণীয় করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে করব।’

উল্লেখ্য, জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে তৎপরতা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার।

গত ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। ওইদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেন। তবে তাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন


 

Link copied