ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় দুই জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জের গনিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাফিজুল রহমান ও রফিকুল ইসলাম এবং আহত ব্যাক্তি মো. আওয়াল। তারা ৩ জনেই রাণীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, পীরগঞ্জে নির্মাণ কাজের ঢালাই শেষে পাওয়ার ট্রিলার যোগো বাড়ি যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। এসময় রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কের গনিরহাট নামক এলাকায় অপরদিক থেকে আসা খড় বোঝাই একটি মালবাহী ট্রাক পাওয়ার ট্রিলারটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করেন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরও একজনকে ভর্তি করা হয়।
ওসি আব্দুল লতিফ শেখ বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।