আর্কাইভ  শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫ ● ৩০ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫

রাজশাহীর আ. লীগ নেতা ডাবলু নওগাঁয় গ্রেপ্তার

শনিবার, ৫ অক্টোবর ২০২৪, সকাল ০৯:১৯

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

শুক্রবার (৪ অক্টোবর) নওগাঁ জেলার সদর থানাধীন দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। ডাবলু সরকারের নামে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, ডাবলুর নামে নওগাঁ অথবা জয়পুরহাটে কোনো মামলা থাকলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। আর মামলা না থাকলে রাজশাহীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন


Link copied