আর্কাইভ  বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ● ২৩ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫

স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে : ড. তোফায়েল আহমেদ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, রাত ০৯:২৩

মমিনুল ইসলাম রিপন :  স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেছেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমরা সরকারী সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। দেশের উন্নয়নে সবচেয়ে বড় পরিসর স্থানীয় সরকার বিভাগ। পুরো কাঠামো সংস্কার করতে আমরা কমিশনের সদস্যদের নিয়ে প্রতিটি বিভাগীয় নগরীতে মতবিনিময় করছি। আপনাদের সুপারিশগুলো প্রস্তাবনা আকারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট পেশ করবো। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় বিশেষজ্ঞরা মতামত পেশ করতে পারবেন। আমরা একটি সুন্দর দেশ গঠনে সকলেই কাজ করে যাচ্ছি। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, জেলা প্রশাসন ও ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের আয়োজনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম, কলামিষ্ট নাহিদ হাসান নলেজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের এ্যাড. রবিউল ইসলাম, মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাড. পলাশ কান্তি নাগ, বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ খন্দকার, সুজনের মহানগর সভাপতি খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, দি হাঙ্গার প্রজেক্টের রাজেশ দে, নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মামুন অর রশিদ, সাবেক কাউন্সিলর আরজানা সালেক, হাসনা বানু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সদস্য জুয়েল আহমেদ, গণমাধ্যমকর্মী ফরহাদুজ্জামান ফারুক প্রমুখ। বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কারে বিভিন্ন মতামত পেশ করেন। এসময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, এ্যাড. আবদুর রহমান, ড. মাহফুজ কবীর, মাশহুদা খাতুন শেফালী, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, ইলিরা দেওয়ান উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied