স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার ডোমার উপজেলায় অবৈধ দুই ইটভাটায় অভিযান পরিচালনা করে ২লাখ ৯৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার(১৮ জানুয়ারী) বিকেলে ডোমার উপজেলার চিকনমাটি এলাকায় অবস্থিত জাফর ইকবাল পলাশের মালিকানাধীন শালকী ব্রিকস ও বেতগাড়া এলাকায় অবস্থিত জামিয়ার রহমানের মালিকানাধীন এমএসবি ব্রিকসয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদ।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট ভাটা পরিচালনা করায় শালকী ব্রিকসয়ে ১লাখ ৪৫ হাজার ও এমএসবি ব্রিকস থেকে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি জানান, তাদের কৃষি জমি থেকে মাটি সংগ্রহ না করা এবং আইন মেনে ভাটা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।