গাইবান্ধা প্রতিনিধি: প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাইবান্ধা বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কৃষক শ্রমিক জনতালীগের মোস্তফা মনিরুজ্জামান, সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু, বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির মাসুদার রহমান, দেবল কুমার, আনাউর রহমান, আবুল কালাম, আহমেদুর রহমান, আব্দুল হালিম, মাহবুর রহমান প্রমুখ। শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।