আর্কাইভ  বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ● ২৩ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৯:০৭

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এনামুল হককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচকাতুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এনামুল হক উপজেলার পাঁচকাতুলী গ্রামের মৃত শাহজাহান আলী মন্ডলের ছেলে। তিনি রামেশ্বরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। জানা যায়, গত ৫ আগস্টের পর হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনি বাদী হয়ে এনামুলসহ আরও অনেককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় পাঁচকাতুলী মন্ডল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গাবতলী মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাজনৈতিক মামলায় এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন।

মন্তব্য করুন


Link copied