আর্কাইভ  বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ● ২৩ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ৭ মামলার আসামি গ্রেফতার

রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ০৪:৫৫

নিউজ ডেস্ক ;  আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় রাজন নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে পল্লবীর কালশী এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ধরা পড়েন রাজন।

পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, রাজন নামে যে যুবককে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিএনপিসহ স্থানীয় জনগণ। ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি। ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে দলটি।

মন্তব্য করুন


বাণিজ্যিক বিভাগ
নেওর ভবন (২য় তলা), স্টেশন রোড (সোনালী ব্যাংকের বিপরীতে), রংপুর।
বার্তা বিভাগ
উৎসর্গ ভবন (৪র্থ তলা), স্টেশন রোড, রংপুর।
ই-মেইলঃ: uttorbangla@gmail.com
© 2012 সর্বস্বত্ব সংরক্ষিত | উত্তরবাংলা ডটকম এ প্রকাশিত কোনও সংবাদ, ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে ।
Privacy Policy | Terms of Service | About Us
Link copied