আর্কাইভ  বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ● ২৩ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫

গাইবান্ধায় সাবেক এমপি স্মৃতিসহ ১১৬ জনের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ০৪:১৬

নিউজ ডেস্ক : গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিসহ আওয়ামী লীগের ৫৬ নেতাকর্মীর নামে হত্যা চেষ্টার মামলা হয়েছে। এ মামলায় আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু মিয়া বাদী হয়ে পলাশবাড়ী থানায় এ অভিযোগ দায়ের করেন। পরে রাতেই মামলা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির ছোট ভাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, ছোট ভাই কল্লোল, ভগ্নিপতি সেকেন্দার হাজি এবং বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর পলাশবাড়ী পৌর শহরের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে যুবদলের কর্মী সমাবেশ চলাকালীন দুপুর ১২টায় আসামিরা ককটেল, হাতবোমা, ধারালো অস্ত্র, রড এবং বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। হামলার সময় যুবদল নেতাকর্মীরা প্রাণ রক্ষায় ছুটোছুটি করেন। এ ঘটনায় জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করা হয়। এছাড়াও জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হন।

পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু মিয়া বলেন, উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা-বিষ্ফোরণ ও হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে আসামিদের গ্রেফতার দাবি করছি।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘সাবেক এমপি স্মৃতিসহ এজাহারভুক্ত ৫৬ জন এবং আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন


Link copied