স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর কিশোরীগঞ্জে ভিসা প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সোমবার(৩ ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
গ্রেফতাররা হলেন উপজেলার গদা কেরানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ছামিউল ইসলাম (১৯), একই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২২) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির ইসলাম (১৯)। তাদের কাছে থাই গেম ও ভিসা প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ রয়েছে।
ওসি আরও জানান, থাই গেম ও ভিসা প্রতারণার প্রমাণ সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করে সাইবার নিরাপত্তা আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও এ পুলিশ অফিসার জানান।
এর আগেথাই লটারি ও ভিসা প্রতারণা উপজেলার প্রধান হোতা সাহাবুলকে(৪৫) গত ২৮ জানুয়ারি গ্রেপ্তার করেছিল পুলিশ। সে উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই কাছারীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তার নেতৃত্বে উপজেলার প্রায় এক হাজার প্রতারক এই কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর সাহাবুল জেলা হাজতে রয়েছে।