স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার সৈয়দপুর উপজেলার ১৬ জন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম,এনডিসি। সোমবার(৩ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী জেলা পরিষদ চত্বরে প্রত্যেককে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়।
এসময় বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি ছাড়া কেউ প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না। আমরা সকলে চাই একটি উন্নত মানবিক সমাজ বিনির্মান। আজ তোমাদের সাইকেল দেয়া হল। এই সাইকেলের চাকা ঘুরবে, কঠোর পরিশ্রম আর মেধাকে পুঁজি করে তোমরা নিজেদের ভাগ্য বদল করতে পারবে।
উপস্থিত আলোর পথের কিশোরী যাত্রীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার আরও বলেন, আমাদের দেশটি সবার জন্য তৈরি করতে হবে। এদেশ নারী-পুরুষ, ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল ধর্ম-বর্ণ-গোষ্ঠীর মতের পথের বয়সের মানুষের জন্য সমানভাবে গড়তে হবে। আমাদের নারীরা এগিয়ে গেলে সেই কাজটি আরো সহজ হয়ে যায়। নারীদেরকে এগিয়ে যেতেই হবে।
এসময় সকল খুদে শিক্ষার্থীরা হাত নেড়ে সামনের দিকে এগিয়ে যাবার প্রতিজ্ঞাবদ্ধ হয়।
বিতরণের সময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ২০২৩-২৪ অর্থ বছরের এডিপি সাধারণ বরাদ্দের অর্থ অনমোদিত নীলফামারী সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে সিলিং ফ্যান ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেধাবী অসহায় ১৬ জন নারী শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়।
এছাড়া বিতরণের সময় জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন প্রকল্পের উপকারভোগী, অভিভাবক উপস্থিত ছিলেন।