স্টাফরিপোর্টার,নীলফামারী॥ র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর অভিযানে প্রায় চার কোটি টাকা মুল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুযারী) সকাল ১১টায় র্যাব এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। এনিয়ে র্যাব ১৩ এর অধিনায়ক সংবাদ সম্মেলনেও বিষয়টি তুলে ধরেন।
সুত্র মতে গোপন খবরে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী মঙ্গলবার (৪ ফেব্রুযারী) রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালায়। সেখানে জনৈক মোঃ খোরশেদ আলম (৫০) বসতবাড়ী এলাকায় একই গ্রামের মৃত আবেদ আলী ছেলে আসামী মোঃ আক্কাছ আলীকে(৫২) একটি মোটরসাইকেল সহ গ্রেপ্তার করে। আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে উক্ত বসতবাড়ির দক্ষিনে লাউ গাছের মাচার নিচে অনুমান ৮ ইঞ্চি মাটি খনন করে ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ এবং ৩৯৫ (তিনশত পঁচানব্বই) কেজি ওজনের কষ্টিপাথরের কালো রং এর বিষ্ণমুর্তিটি উদ্ধার করে। র্যাব সুত্র জানায়, উদ্ধারকৃত মূর্তির মূল্য ৩ কোটি ৯৫ লাখ টাকা। অভিযানের সময় ঘটনার সাথে জড়িত অপর ১ জন আসামী পলাতক রয়েছে।
সুত্র মতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামী জানায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মূর্তি ব্যবসার জড়িত এবং বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চোরাচালান করে আসছে। এ ঘটনায় র্যাবের পক্ষে আসাসীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ই (১) (অ) ধারায় একটি মামলা রুজু পূর্বক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।