স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সদরে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৬২ লাখ টাকার কোকেন ও হিরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) নীলফামারী। বুধবার(৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল এলাকায় অবস্থিত ৫৬ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার দুপুর ১২টার দিকে ৫৬ বিজিবির এডি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এর ১নম্বর গেইটের সামনে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে বিশেষ চেকপোষ্ট বসানো হয়। এসময় ডোমার থেকে সৈয়দপুর গামী বিসমিল্লাহ পরিবহন যাত্রীবাহী একটি বাস থামিয়ে তল্লাসি করা হয়। এ সময় বাসের ভিতরে বাঙ্কারে থাকা মালিকবিহীন একটি ব্যাগ থেকে হেরোইন-০.৯৭০ কেজি এবং কোকেন-০.৮৬০ কেজি আটক করা হয়। যার মূল্য আনুমানিক ৬২ লাখ ৪০ হাজার টাকা। তবে এঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। তিনি আরো বলেন, উদ্ধার করা কোকেন ও হেরোইন নীলফামারী সদর থানায় হস্তান্তর এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।