স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকেরা পুরোনো দক্ষ শ্রমিকদের বহাল রেখে নতুন শ্রমিক নিয়োগের দাবিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে খোরাক হোটেল চত্বরে অবস্থান কর্মসূচী পালন করেছে।
কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন মো. আবু তাহের মিন্টু, মো. নাসির, মো. ইমরান, মো. নূর শামীম, মোছা. সোমা, মোছা. আফরোজা প্রমূখ। এসময় বক্তারা বলেন, চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে দেশের বৃহত্তম রেলওয়ের এ কারখানার কার্যক্রম। তারা বিকল্প অস্থায়ী নিয়োগ পদ্ধতিতে টিএলআর (কাজ নেই, মজুরি নেই) শ্রমিক হিসেবে কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। কারখানার উৎপাদনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ, তাদের বাদ দিয়ে কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নতুন লোক নিয়োগ করছেন। তাই, তারা তাদের বহাল রেখে নতুন শ্রমিক নিয়োগের দাবি জানিয়ে হুঁশিয়ারী দেন যে, তা’ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এরআগে সৈয়দপুরে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকেরা রেলওয়ে কারখানার প্রধান ফটকের সামনে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আমরন অবস্থান কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচীতে রেলওয়ে কারখানার অর্ধ শতাধিক কর্মচারী অংশ নেন।