দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ফুলবাড়ীতে ৯ কোটি ৬২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি। রবিবার ( ৯ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর মাধ্যমে সীমান্ত থেকে জব্দকৃত সর্বমোট ৯ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংসকরণ করা হয়েছে।
বিজিবি'র ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর উদ্যোগে ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক গত ০১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ০১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে জব্দকৃত ২৬,৭৯৩ বোতল ফেন্সিডিল, ৪৫১ বোতল এমকেডিল, ৪৬৮ বোতল ইস্কাপ সিরাপ, ৮৪২ পিস ইয়াবা, ২৬.৩৯৭ কেজি গাঁজা, ৩১,৪৭৪ বোতল বিদেশী মদ, ৪২,৩৩০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৩৬,৯১৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩.০৬৭ কেজি কোকেন, ৩,৭৩৬.৫০০ লিটার দেশী মদ, ৬৬,৭৩৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৮৩,৩৭০ পিস মদ তৈরির ট্যাবলেট, ১,০৯৭ বোতল বাংলাদেশী হোমিও প্যাথিক সিরাপ এবং ০৩ বোতল নেশাজাতীয় দ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে দিনাজপুর সেক্টর কমান্ডার, দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ, দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, প্রশাসন ও পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজ ও স্কাউটের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।