মমিনুল ইসলাম রিপন : গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের স্মরণে বইমেলা আগামী ( ১৮ ফেব্রুয়ারি,২০২৫ ) মঙ্গলবার থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই বইমেলা ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাধীনাতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে।
রবিবার ( ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এসব তথ্য জানান। এসময় তিনি আরো জানান, শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করবেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহিদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।
উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের আত্মাহুতির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে।
তিনি আরো বলেন, বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয়না, তাদের জন্য বই কেনা ও পড়ায় বড় সুযোগ তৈরি করবে শহিদ আবু সাঈদ বইমেলা।
উপাচার্য আরো জানান, এবছর স্বল্প সময়ে বইমেলার আয়োজন করা হলেও আগামীতে দীর্ঘ সময়ব্যাপী বইমেলার আয়োজন করা হবে। পাঁচদিনের বইমেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজনও থাকবে।