আর্কাইভ  শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ● ৬ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫

নীলফামারীর পুলিশ সুপারকে একদিনের মধ্যেই প্রত্যাহার

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:১০

Advertisement

বিশেষ প্রতিনিধি॥ ”পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার হস্তান্তরে করে  আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করতে,”বলা হয়েছে নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশের পত্রে স্বাক্ষর করেছেন  পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করীম। বিষয়টি আজ সন্ধ্যায় প্রচার পেলে নীলফামারী জুড়ে তা নিমিষেই ছড়িয়ে পড়ে।
নির্ভরযোগ্য সুত্র বলছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জুলাই অভ্যুথানের পর নীলফামারী জেলায় ২০ সেপ্টেম্বর/২০২৪  যোগদান করেছিলেন। গত চার মাসে বিভিন্ন সেক্টর হতে তার বিরুদ্ধে অভিযোগ উঠে।  পুলিশের প্রধান কার্যালয়ে গুরুত্বর অভিযোগ হিসাবে বিবেচিত করা হয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার সর্ত্বে এক পুলিশ কর্তা বলেন “গুরুত্বর অভিযোগের ক্ষেত্রে এভাবে এসপিদের ডেকে আনা হয়। এটা একরকম  প্রত্যাহার করে নিয়ে আসা, যেহেতু পরবর্তী কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে।”
সুত্র মতে এমন ঘটনায় নীলফামারী পুলিশ সুপারের মতো একই ভাবে এক দিনের মধ্যে পৃথক পত্রে আরও তিনজন পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।

মন্তব্য করুন


Link copied