আঁখি আক্তার
একসময় যেখানে সন্ধ্যার পর গ্রামের রাস্তা ফাঁকা হয়ে যেত, আজ সেখানে দেখা যায় তরুণদের হাতে স্মার্টফোন, ভিডিও কনফারেন্সে যুক্ত কৃষক, কিংবা ই-কমার্সের মাধ্যমে পণ্য বিক্রির চিত্র। প্রযুক্তির কল্যাণে ধীরে ধীরে বদলে যাচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলো।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষক আব্দুল কুদ্দুস বললেন, “আগে হাটে গিয়ে সার, বীজ কিনতে হতো। এখন মোবাইলেই সব পাই, দাম তুলনা করতে পারি, কীভাবে ভালো ফসল হবে তা ইউটিউবে দেখে নেই।”
শুধু কৃষি নয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসায়েও এসেছে পরিবর্তন। এখন গ্রাম থেকে অনলাইন কোর্স করছে তরুণ-তরুণীরা, টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তার দেখাচ্ছে অনেকে।
তবে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসেছে নতুন চ্যালেঞ্জও। ইন্টারনেট আসক্তি, ভুল তথ্যের প্রসার এবং সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে গ্রামবাংলা আরও দ্রুত এগিয়ে যাবে। সরকার ও বিভিন্ন সংস্থা এ বিষয়ে কাজ করছে, যাতে ডিজিটাল ব্যবস্থাপনার সুফল সবার কাছে পৌঁছায়।
পরিবর্তন যে অবশ্যম্ভাবী, তা আজকের গ্রামীণ চিত্রই প্রমাণ করে দিচ্ছে।
লেখক:শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।