আর্কাইভ  রবিবার ● ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ● ১১ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ২৩ ফেব্রুয়ারি ২০২৫
কারমাইকেল কলেজ সংলাপ

পরিবেশ সৃষ্টি করে ছাত্র সংসদ নির্বাচন চান ছাত্রনেতা ও শিক্ষার্থীরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ০৪:০৩

Advertisement

নিজস্ব প্রতিবেদক, রংপুর: কারমাইকেল কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ (কাকসু) নির্বাচন দ্রুত চান শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার, ঐক্যমত ও নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য তাগিদ দিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। 
 
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজের অন্নদামোহন হলরুমে ‘কারমাইকেল কলেজ সংলাপ: ছাত্র সংসদ নির্বাচন’ শীর্ষক এক সংলাপে তারা এসব মতামত জানান। এসময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
 
সংস্থাটির চিফ অফ পার্টি ক্যাথরিন সিসিল বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল অংশীজনদের মধ্যে সহনশীল ও সহযোগিতামূলক পরিবেশ জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করবে।
 
সংলাপে মতামত তুলে ধরেন, কাকসু'র সর্বশেষ নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও কাকসু'র সাবেক নেতা রকিবুস সুলতান মানিক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার রায়, কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম-আহ্বায়ক কমল রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসাইন,  কলেজ শিক্ষার্থী আল-মাহমুদ আসাদ, জান্নাতুল ফেরদৌস অনন্যা, জারিন তাসনিমা ও মিফতাউল জান্নাত সিনথি।
 
সংলাপে আলোচকরা বলেন, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সমন্বয় প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সমঝোতার মধ্য দিয়ে একটি নিরাপদ নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। সেইসঙ্গে, শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখার জন্য সবাইকে অঙ্গিকারবদ্ধ হতে হবে।
 
শিক্ষাঙ্গনে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি ও বজায় রাখার জন্য মূল দায়িত্ব শিক্ষার্থীদেরই পালন করতে হবে জানিয়ে আলোচকরা আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও জোরালো দাবি জানাতে হবে। সেইসঙ্গে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমেই একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন সম্ভব, কলেজ প্রশাসনকে সে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে। এসময় ছাত্র সংসদের গঠনতন্ত্র সংস্কার করার করার দাবিও জানান আলোচকরা।
 
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল বিতর্ক পরিষদ। কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুরের সিনিয়র রিজিওনাল ম্যনেজার আলী ইজাদ।
 
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডাইরেক্টর আরাফাত আলী সিদ্দিক জানান, ছাত্র সংসদ নির্বাচনের জন্য ঐক্যমত্য জোরদার, বিভিন্ন পক্ষের মতামত বিনিময়ের জন্য কার্যকর ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ পরিবেশ ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের জন্য সুপারিশ প্রণয়নের লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণে সংলাপের উদ্যোগ গ্রহণ করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের এফসিডিও এর সহযোগিতায় এ সংলাপ আয়োজন করা হয়।

মন্তব্য করুন


Link copied