আর্কাইভ  শুক্রবার ● ২১ ফেব্রুয়ারি ২০২৫ ● ৯ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২১ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ-ভারত ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৯:৩১

Advertisement

নিউজ ডেস্ক:  আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের দ্বিতীয় ম্যাচে দুবাইতে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও তাওহীদ হৃদয় ও জাকের আলির ইতিহাসগড়া জুটিতে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ম্যাচে ব্যক্তিগত ও দলীয় বেশ কয়েকটি রেকর্ড হয়েছে।

হৃদয়ের ইতিহাসগড়া সেঞ্চুরি
এদিন (বৃহস্পতিবার) চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছেন হৃদয়। তবে শেষদিকে ক্র্যাম্প নিয়ে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে হয়। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার। এর আগে ২০১৭ সালে একই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল।

হৃদয় এই টুর্নামেন্টে নবম ব্যাটার হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন। নন-ওপেনার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করা তিনি দ্বিতীয় ব্যাটার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকা:

  • তামিম ইকবাল
  • সাকিব আল হাসান
  • শাহরিয়ার নাফিস
  • মাহমুদউল্লাহ রিয়াদ
  • তাওহীদ হৃদয় (নতুন সংযোজন)
  • হৃদয়-জাকেরের জুটিতে নতুন রেকর্ড

বাংলাদেশের হয়ে ষষ্ঠ উইকেটে হৃদয় ও জাকের মিলে ১৫৪ রানের পার্টনারশিপ গড়েন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটের সর্বোচ্চ জুটি। এর আগে ২০০৪ সালে ১৩১ রানের জুটি ছিল এই রেকর্ড।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড এখন হৃদয়-জাকেরের দখলে।


চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকে ফিফটি করা বাংলাদেশের ব্যাটারদের তালিকা:

  • জাভেদ ওমর (২০০০)
  • সাকিব আল হাসান (২০০৬)
  • তামিম ইকবাল (২০১৭)
  • মুশফিকুর রহিম (২০১৭)
  • তাওহীদ হৃদয় (২০২৫)
  • জাকের আলি (২০২৫)
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭ নম্বর বা তার পরে নেমে ভারতের বিপক্ষে প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে ফিফটির রেকর্ড গড়েছেন জাকের আলি।

কোহলির নতুন রেকর্ড
ভারতের হয়ে ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ ১৫৬টি ক্যাচের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এই রেকর্ডে তিনি মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন।
শচীন টেন্ডুলকার (১৪০), রাহুল দ্রাবিড় (১২৪) ও সুরেশ রায়না (১০২) ক্যাচ নিয়েছেন।

শামির ফাইফার ও দ্রুততম ২০০ উইকেট
ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মোহাম্মদ শামি। ৫৩ রানে ৫ উইকেট নিয়ে তিনি এই টুর্নামেন্টে ভারতের দ্বিতীয় সেরা বোলিং ফিগার অর্জন করেছেন। ওয়ানডেতে দ্রুততম ২০০ উইকেট শিকারের তালিকায় শামি এখন দ্বিতীয় স্থানে। তার সমান ১০৪ ম্যাচে ২০০ উইকেট শিকার করেছিলেন সাকলাইন মুশতাক। ১০২ ম্যাচে ২০০ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন মিচেল স্টার্ক।

ওয়ানডেতে বলের হিসাবে দ্রুততম ২০০ উইকেট

  • ৫১২৬ ডেলিভারিতে ২০০ উইকেট নিয়ে শামি সবচেয়ে কম বলে এই মাইলফলক স্পর্শ করেছেন।
  • দ্বিতীয় স্থানে আছেন স্টার্ক (৫২৪০ বল)।
  • তৃতীয় স্থানে সাকলাইন মুশতাক (৫৪৫১ বল)।

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড
বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি এখন শামি (৬০ উইকেট)। এর আগে এই রেকর্ড ছিল জহির খানের (৫৯ উইকেট)। চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপে পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন শামি। এই তালিকায় শীর্ষে কিউই পেসার ট্রেন্ট বোল্ট (২৬ উইকেট)।

মন্তব্য করুন


Link copied