আর্কাইভ  শুক্রবার ● ২১ ফেব্রুয়ারি ২০২৫ ● ৯ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২১ ফেব্রুয়ারি ২০২৫

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে শিবির সভাপতি

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৫৯

Advertisement

নিউজ ডেস্ক:  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শিবির সভাপতি।

তিনি বলেন, ‘কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরেও সেখানে ছাত্রদল তাদের কার্যক্রম চালাচ্ছিল, তাদের সাধারণ ছাত্ররা বাধা দিলে তাদের ওপর ছাত্রদল হামলা চালায়, হামলা তারা উল্টো অন্যদের ওপর দায় চাপাচ্ছে।

ছাত্রদল তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে না পারার কারণে এসব করছে।’
 

ছাত্রশিবির সভাপতি বলেন, ‘যে ছাত্ররাজীতির কারণে মানুষ খুন হতে হয়, মায়ের, ভাইয়ের, বোনের বুক খালি হতে হয় সে ছাত্ররাজনীতি আমরা চাই না। বরং যে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে মেধার চর্চা, সেবামূলক প্রতিযোগিতা, রাজনৈতিক সচেতনতা, গঠনমূলক রাজনীতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে আমরা সেই ছাত্ররাজনীতি চাই। কুয়েটে সেই ছাত্ররাজনীতিকে লাল কার্ড দেখানো হয়েছে, যে ছাত্ররাজনীতি বুয়েটের আবরার ফাহাদকে হত্যা করেছে।

বিগত ১৫ বছরে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যে কালচার শুরু করেছিল, তা থেকে বের হয়ে বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রশিবির সে কাজটিই করছে।

‘ছাত্রশিবির একটি গুপ্ত সংগঠন’ বলে ছাত্রদলের সংবাদ সম্মেলন থেকে যে মন্তব্য করা হয় সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত ১৫ বছর ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৩২টি শাখার প্রতিটিতেই প্রতিবছর জানুয়ারি মাসে সেটআপ সম্পন্ন হয়।’ পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ওই ১৫ বছরে ছাত্রদলের কোনো কমিটি যথাসময়ে হয়েছে কি না? বরং আমরা দেখেছি বিভিন্ন স্থানে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রুপিং লবিং হয়েছে। সুতরাং যারা নিজেদের সংগঠনকেই ঠিকমতো চালাতে পারে না তাদের মুখে অন্য সংগঠন নিয়ে এমন মন্তব্য কেবলই হাস্যকর।

ছাত্রদলকে আমরা বন্ধুপ্রতিম সংগঠন মনে করি উল্লেখ করে ইসলামী ছাত্রশিবির সভাপতি বলেন, ‘আসুন, দোষারোপের রাজনীতি বন্ধ করে কার কতটুকু অর্জন তা জাতির সামনে তুলে ধরি। জাতি যদি আপনাদের গ্রহণ করে তাহলে আমরা সাধুবাদ জানাব। আর যদি আমাদের গ্রহণ করে তাহলে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তথা ছদ্মনামে ছাত্রশিবির বিভিন্ন কর্মসূচি পালন করছে বলে ছাত্রদলের যে অভিযোগ সে প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি বলেন, শেখ হাসিনাবিরোধী আন্দোলনের সময় তো এমন প্রশ্ন কেউ করেননি। তাহলে এখন কেন?

ছাত্রশিবির গুপ্ত সংগঠন নয় উল্লেখ করে তিনি বলেন, শিবির আগেও যেমন তাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে, তেমনি ৫ আগস্টের সরকার পতনের পরও আহতদের পাশে যাওয়া, শহীদ পরিবারের পাশে থাকা, ক্যাম্পাসে মেধার চর্চা করা ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনা করছে।

তার খুলনা সফরও বিজ্ঞানভিত্তিক ক্যাম্পাস গড়ার অংশ এবং মেধাবী শিক্ষার্থী তৈরির মধ্যদিয়ে দেশকে এগিয়ে নেওয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন


Link copied