স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলার সৈয়দপুর উপজেলায় ৮ম শ্রেণির স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তেলিপাড়ায় এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। নিহত স্কুল ছাত্রী রুমানা(১৪) ওই এলাকার দম্পত্তি কফিল উদ্দিন ও শামিমা বেগমের ৩য় কন্যা ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এঘটনায় রাতে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
নিহত স্কুল ছাত্রীর দাদা মনসুর আলী জানান, ঘটনার সময় রুমানা গোসলখানায় যায়। সেখানে থাকা বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। তার চিৎকারে মা শামিমা ও বড় বোন সুমনা গোসলখানা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নিহতের গলায় দৃশ্যমান পেচানো কালো দাগ ছিল। ফলে তারা বিষয়টি সৈয়দপুর থানায় অবগত করেন।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন জানান, খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের একটি টিম স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার ঘটনার বিষয়টি জানা যাবে।