নিউজ ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে মাঠের বাইরের আলোচনা থামছেই না। টুর্নামেন্ট শুরুর আগে ভারতের পতাকা পাকিস্তানের স্টেডিয়ামে না থাকা নিয়ে অনেক সমালোচনা তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে পতাকা স্টেডিয়ামে লাগানোর পর সেই বিতর্কের অবসান ঘটেছে।
কিন্তু আজ লাহোরে যা ঘটেছে তা সমালোচনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচ শুরুর আগে গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে।
আজ লাহোরে গ্রুপে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোর সময় ঘটে দুর্ঘটনা। ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজাতে গিয়ে ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠে স্টেডিয়ামে।
যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ৩-৪ সেকেন্ডের মাঝেই সেই সঙ্গীত বন্ধ করে দিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজায় কর্তৃপক্ষ।
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারতের কোনো ম্যাচই নেই। রোহিত শর্মারা তাঁদের সব ম্যাচ দুবাইয়ে খেলবেন তা সবারই জানা। তাই ভারতের জাতীয় সঙ্গীতের ব্যবস্থা রাখার কোনো প্রয়োজন নেই লাহোর স্টেডিয়ামে। তাহলে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ কীভাবে এই ঘটনা ঘটল না নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে অনেকেই এটিকে ‘ভালোবাসা’র বহিঃপ্রকাশ বলছেন।
তবে ম্যাচের শুরুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমালোচনার জন্ম দিলেও মাঠের ক্রিকেটে অস্ট্রেলিয়া- ইংল্যান্ড দ্বৈরথ দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করেছে।
লাহোরে আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ওপেনার বেন ডাকেটের ১৬৫ রানের ইনিংসে ৩৫১ রানের সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড।