নিউজ ডেস্ক: নকিয়া ফোনে অ্যাপলের অপারেটিং সিস্টেম (iOS) চালতে দেখলে যে কেউই চমকে যাবেন। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এক হ্যাকার! উইন্ডোজ ফোন নকিয়া লুমিয়া ১০২০-এর কেসে আইফোন এসই ৩-এর হার্ডওয়্যার সংযুক্ত করে এক অভিনব হাইব্রিড স্মার্টফোন তৈরি করেছেন তিনি।
লুমিয়া ফোনগুলো তাদের রঙিন পলিকার্বনেট কেস ও বাঁকানো ডিসপ্লের জন্য জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে লুমিয়া ১০২০ তার ৪১ এমপি ক্যামেরার জন্য বিখ্যাত ছিল। তবে এই হাইব্রিড ফোনে শুধু লুমিয়ার কেস ও সামনের গ্লাস ব্যবহার করা হয়েছে, বাকি সবকিছুই আইফোন এসই ৩-এর যন্ত্রাংশ। এতে রয়েছে অ্যাপলের এ১৫ বায়োনিক চিপ, যা আইওএস ১৮.৩.১ চালাতে সক্ষম।
ফোনটি চালু করার পর আইওএসের ইন্টারফেস দেখা যায়, যা উইন্ডোজ ফোনের লাইভ টাইলস ইন্টারফেসের সম্পূর্ণ বিপরীত। এটি একেবারেই আইফোনের মতোই আইওএস আপডেট পায়, ৫জি সাপোর্ট করে এবং অ্যাপল এয়ারপ্লের সঙ্গেও কাজ করে। তবে ওয়্যারলেস চার্জিং ও অ্যাপল পে ফিচারগুলো এতে কাজ করে না।
এই হাইব্রিড ফোনটি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। লুমিয়ার সামনের গ্লাসটি পুনরায় ল্যামিনেট করা হয়েছে, যাতে এতে আইফোন এসই ৩-এর এলসিডি ডিসপ্লে এটে যায়। এছাড়া, আইফোনের সেলফি ক্যামেরাটি লুমিয়ার ডিজাইনের সঙ্গে মানিয়ে বসানো হয়েছে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো—লুমিয়া ১০২০-এর বিশাল ক্যামেরা বাম্প এখনও রয়ে গেছে! তবে সেখানে আর ৪১ এমপির পিউরভিউ সেন্সর নেই, বরং বসানো হয়েছে আইফোন এসই ৩-এর ১২ এমপির ক্যামেরা। এছাড়া, এর নিচে সংযুক্ত করা হয়েছে একটি স্বচ্ছ টাচ আইডি সেন্সর, যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে।
প্রথম দেখায় মনে হবে ফোনটিতে একটি মাইক্রো-ইউএসবি পোর্ট রয়েছে, কিন্তু আসলে এটি অ্যাপলের লাইটনিং পোর্ট, যা মাইক্রো-ইউএসবি শেলের মধ্যে লুকানো।
এই প্রকল্পটি শুধু কল্পনা নয়, বরং পুরোপুরি কার্যকর একটি ডিভাইস। নির্মাতার দাবি, এর ব্যাটারি লাইফ ৯৩ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে, সিগনাল ভালো এবং এটি একটি দ্বিতীয় ফোন হিসেবে ব্যবহার করা যায়।
প্রকল্পটি মূলত দুটি ভিন্ন ডিজাইন দর্শনের সংযোগ হিসেবে তৈরি করা হয়েছে। এক সময়ে ফটোগ্রাফির জন্য জনপ্রিয় ছিল নকিয়া লুমিয়া। অন্যদিকে, আইফোন এসই ৩-এর ডিজাইন তুলনামূলকভাবে সাধারণ ও ক্লাসিক।
তবে এই প্রকল্পটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হয়নি। এটি নিছক কৌতূহলের কারণে পরীক্ষামূলকভাবে নির্মিত হয়েছে। এই অদ্ভুত ডিভাইসের নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে 'ওশেনডেপথ ৯৫০২৮' নামে পরিচিত।