মমিনুল ইসলাম রিপন রংপুর।। : ডেভিল হান্ট অপারেশনে রংপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা হারুন অর রশীদ অরফে কানা হারুন কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তি হওয়া একাধিক মামলা রয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে মাহিগঞ্জস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, দুপুর আড়াইটার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন। গ্রেফতার হারুন অর রশীদ অরফে কানা হারুন রংপুর মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি আওয়ামী কাউন্সিলর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন।