আর্কাইভ  সোমবার ● ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ● ১২ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ২৪ ফেব্রুয়ারি ২০২৫

স্বাধীন ভাবে কাজ করতে পারবো না বলেই আওয়ামীলীগ আমলে প্রস্তাব ফিরিয়ে দিয়েছি-বাংলাদেশ ব্যাংক গভর্নর

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৬:৩৮

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডা. আহসান এইচ মনসুর বলেছেন, স্বাধীন ভাবে কাজ করতে পারবো না বলেই আওয়ামীলীগ আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেইনি। সে সময়ে সরকারের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি। 
রবিবার(২৩ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ৫ই আগষ্টের পর অর্ন্তবর্তীকালীন সরকার আসার পর স্বাধীন ভাবে কাজ করতে পারবো জেনে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছি। ছাত্রদের কারনেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৬৯’র আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও ছাত্রদের অবদান অনস্বীকার্য। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামীলীগের পতনই স্মরণ করিয়ে দেয় যে, ছাত্ররাই সবকিছু বদলিয়ে দিতে পারে। ছাত্রদেরই উপর সবকিছু নির্ভর করে। 
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও গভর্নরের বন্ধু রেজাউল আজিম মুক্তি বক্তব্য দেন। 
এতে স্বাগত বক্তব্য দেন নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলনী কান্ত রায়। 
গভর্নর নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষি পুরোনো ভবন, নীলকুঠি ও নীলফামারী রেলস্টেশন রক্ষায় প্রশাসনের প্রতি আহবান জানান। পরে শতবর্ষি নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় ভবন পরিদর্শন করেন তিনি। 

মন্তব্য করুন


Link copied