নিউজ ডেস্ক: ক্রিকেটে দর্শকদের আগ্রহের তুঙ্গে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ। মূলত দুই দেশের উত্তেজনাকর সম্পর্কের কারণেই এর ছাপ পড়ে ক্রিকেটেও। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উন্মাদনার সীমা নেই। ম্যাচ ছাপিয়ে এর আবেদন অনেক বেশি। কেবলই একটি ম্যাচ নয় এটি। এতে মিশে আছে দুই দেশের ঐতিহ্য, আভিজাত্য ও অহংয়ের মতো ব্যাপার। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথটি দেখতে মুখিয়ে থাকেন ভক্ত-সমর্থকরা।
রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তিতে ম্যাচটি হচ্ছে দুবাইয়ে। আর এই চরম উত্তেজনাকর ম্যাচটি জেলখানায় বসেই উপভোগ করছেন পাকিস্তানের সাজাপ্রাপ্ত আসামিরা। এই লড়াইয়ের স্বাদ নেওয়া থেকে যাতে বঞ্চিত হতে না হয়, সেজন্য পাঞ্জাব প্রদেশের সবকটি জেলখানায় ম্যাচটি দেখানোর ব্যবস্থা করেছে প্রশাসন।
পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাঞ্জাব রাজ্যে থাকা ৪৪টি কারাগারেই ম্যাচটি সরাসরি দেখানো হচ্ছে।
রাজ্যের স্বরাষ্ট্রসচিব নুরুল আমিন মেনগাল সেখানকার কারা মহাপরিদর্শককে এই নির্দেশ দিয়েছেন। এর জন্য গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা।
ভারতের বিপক্ষে ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। প্রথমটি পাকিস্তান হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। তবে, বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে ভারত।