আর্কাইভ  সোমবার ● ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ● ১২ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ২৪ ফেব্রুয়ারি ২০২৫

রংপুর বিভাগের চারটি জোনে চিন্তার চাষের ‘গবেষণার পদ্বতি নির্ধারণ’ ক্লাস অনুষ্ঠিত॥নীলফামারী ও দিনাজপুর কমিটি ঘোষণা

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০

চিন্তার চাষ-এর রংপুর বিভাগের চারটি অঞ্চলের “গবেষণার পদ্বতি নির্ধারণ” দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হয়। এসময় নীলফামারী ও দিনাজপুর কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সংগঠনের নির্বাহী পরিচালক

Advertisement

স্টাফ রিপোর্টার গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান চিন্তার চাষ-এর রংপুর বিভাগের চারটি অঞ্চলের “গবেষণার পদ্বতি নির্ধারণ” দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার(২২ ও ২৩ ফেব্রুয়ারি) ১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন-২০২৫ এর আয়োজন উপলক্ষে স্কুল গবেষণা কার্যক্রম এর অধীনে রংপুর, নীলফামারী, সৈয়দপুর(উপজেলা) ও দিনাজপুর অঞ্চলে স্ব-স্ব ভেন্যুতে দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হয়।
গত ৮ ও ৯ ফেব্রুয়ারি চারটি অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা নিজেদের দল নিয়ে অংশগ্রহণ করে ‘গবেষণায় হাতেখড়ি কর্মশালা’য়। সেখানে তারা তাদের গবেষণার বিষয় প্রস্তাব করে। অনুষ্ঠিত দ্বিতীয় ক্লাসে তাদের প্রস্তাবগুলি কীভাবে বাস্তবায়ন করবে তা জানানো হয়। 
চারটি অঞ্চলের সেশনগুলি তত্ত্বাবধান করেন চিন্তার চাষের নির্বাহী পরিচালক এস এম মেসবাহ আর রহমান। এছাড়া রংপুর ও দিনাজপুরে সহযোগী হিসেবে ছিলেন স্কুল গবেষণা কার্যক্রমের প্রকাশনা সমন্বয়ক মোঃ শামছুদ্দোহা সৌমিক।

শনিবার(২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেছে ১৩টি টিম। 
একই দিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে একই ধরণের অধিবেশন অনুষ্ঠিত হয়। 
অধিবেশনের শুরুতে নীলফামারী জেলা কমিটি ঘোষণা করেন চিন্তার চাষের নির্বাহী পরিচালক। কমিটিতে ফওজিয়া ইয়াসমিন জলিকে সভাপতি ও চৌধুরী মোহাম্মদ নিটল আল ওয়ারেসকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন- আফরোজ বিনতে আজিজ গ্লোরি(সহ-সভাপতি), আহসান হাবীব হিমেল(যুগ্ন সাধারণ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস নীতি(গবেষণা সম্পাদক), ফারজানা ফায়েজা মমো(সহকারী গবেষণা সম্পাদক), মোঃ মোরছালিন ইসলাম(সাংগঠনিক সম্পাদক), আব্দুল্লাহ আল সাফী (দপ্তর সম্পাদক) ও আশিকুর জামান আশিক(নির্বাহী সদস্য)।
এসময় নবাগত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন নির্বাহী পরিচালক।

সৈয়দপুর ও নীলফামারীর ক্লাসে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় সমন্বয়ক আহসান হাবীব হিমেল, মোরসালিন ইসলাম, ফারজানা ফাইজা মোমো এবং আবদুল্লাহ আল সাফি। 
পাশাপাশি সহায়তা প্রদান করেন সৈয়দপুর তুলশিররাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মো. মশিউর রহমান, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক আসাদুল হক, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় শিক্ষক মো. ইব্রাহিম খলিল এবং মো. আতাউর রহমান এবং ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. সোহেল ইসলাম। 

রবিবার(২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর জিলা স্কুলের অডিটোরিয়ামে দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় রংপুর ও দিনাজপুরে বিভাগীয় সমন্বয়ক আহসান হাবীব হিমেল, রংপুর জেলা সমন্বয়ক সুরাইয়া ছুম্মা। অংশগ্রহণ করেছে ২৫টি দল।  

একই দিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দিনাজপুর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে দ্বিতীয় ক্লাসের অধিবেশন অনুষ্ঠিত হয়।
এর আগে দিনাজপুর জেলা কমিটির ঘোষণা করা হয়। এতে নুর ইসলাম তুষারকে উপদেষ্টা ও রাশিদুল ইসলাম সিদ্দিক সভাপতি করা হয়। এছাড়া কমিটির অন্যরা হলেন- সবুজ ইসলাম(সহসভাপতি), স্নেহা দাস(সাধারণ সম্পাদক) শিরিন আক্তার মায়া(সাংগঠনিক সম্পাদক), নওশিন মদিনা সরকার(গবেষণা সম্পাদক) ও তানভীর তাসহান খন্দকার(দপ্তর সম্পাদক)। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কমিটির সভাপতি ফওজিয়া ইয়াসমিন জলি।
নবাগত দিনাজপুর কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন নির্বাহী পরিচালক।

উল্লেখ যে, গবেষণা সম্পন্ন করার পর, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি মাধ্যমে রেজিস্ট্রেশন করে আগামী ১১ অক্টোবর,২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) ১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবে। সমগ্র অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেছেন মিডিয়া পার্টনার বাংলা বনিক বার্তা এবং ইংরেজি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। 

মন্তব্য করুন


Link copied